‘মায়ের আত্মার শান্তির জন্য আমাকে ভোট দিন।’ শুক্রবার জামুরিয়ার কর্মীসভাতে এই বার্তাই দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।
এদিন জামুড়িয়ায় একাধিক কর্মীসভা করেন তিনি।
৬ এপ্রিল মহানায়িকার জন্মদিন এই প্রসঙ্গ টেনে শুক্রবার কর্মীসভায় মুনমুন বলেন, মায়ের জন্মদিনে বাড়ি না গিয়েও তিনি আসানসোল শিল্পাঞ্চলের ভোটরদের কাছে এসেছেন।
দোরগোড়ায় এসে গেছে লোকসভা নির্বাচন। প্রচারে ব্যস্ত সকলে। রাজ্যজুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। প্রচারের অভিনব কায়দায় খবরের শিরনামে উঠে এসেছে বহু নাম। সেই তালিকার প্রথম সারিতেই রয়েছে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। শুরু থেকে প্রচারে কোনও রকম খামতি রাখেননি বাঁকুড়ার বিদায়ী সাংসদ।
বিডি প্রতিদিন/কালাম