ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ৭ দফার প্রথম দফা ভোট গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। গোটা ভারতে আরও ৬ দফায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
দেশটির প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপির ক্ষমতার লড়াইয়ের এই নির্বাচন নিয়ে ভারতজুড়ে চলছে উন্মাদনা।
ড্রয়িংরুম থেকে পাড়ার চায়ের দোকানের আড্ডা, এখন সব জায়গায় আলোচনার বিষয় একটাই। লোকসভা নির্বাচন। আরও একবার কি চেয়ার দখলে নেবেন মোদি? নাকি এবার বাঙালি প্রধানমন্ত্রী পাবে দেশ? এবার সেই উন্মাদনায় শামিল হল কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকানও। সেখানে গেলেই নজরে পড়বে এক বিশেষ মিষ্টি। যা আপনাকে মনে করিয়ে দেবে মোদি-মমতা লড়াইয়ের কথা।
দিন যত এগোচ্ছে, প্রখর হচ্ছে লোকসভা নির্বাচনের উত্তাপ। সেই উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিতে ইতিমধ্যেই বাজারে ছেয়ে গেছে রাজনৈতিক দলের প্রতীক আঁকা শাড়িসহ অন্যান্য সামগ্রী। সেই তালিকায় আগেই নাম লিখিয়েছিল জোড়া ফুল, পদ্মফুল বা কাস্তে-হাতুড়ি আঁকা সন্দেশ।
এবার সেই তালিকায় নতুন সংযোজন, ক্ষীরের মোদি-মমতা। কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারী সংস্থা বলরাম মল্লিকে গেলেই নজরে পড়বে ক্ষীরের তৈরি একটি সিংহাসন। যার একপাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ মিষ্টির দোকানেও ভোটের মেজাজ। সেখানেও স্পষ্ট সিংহাসনের লড়াই।
বিডি প্রতিদিন/কালাম