২ মে, ২০১৯ ১৬:৫৯

কলকাতায় ফণীর তাণ্ডবের আশঙ্কায় স্কুল ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

কলকাতায় ফণীর তাণ্ডবের আশঙ্কায় স্কুল ছুটি ঘোষণা

প্রতীকী ছবি

ফণীর জেরে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। ফুঁসছে সমুদ্রের পানি। পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ফণী। এই মূহুর্তে দীঘা থেকে ৫৫০ ও পুরী থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূণিঝড়। 

ফণীর পূর্বাভাস পাওয়া মাত্রই চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে রাজ্যের প্রশাসন। পুরসভার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ।

ফণীর জেরেই আগে-ভাগে আগামীকাল থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিছুদিন পর থেকেই গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, সে ক্ষেত্রে ছুটি এগিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে শেষের দিকে ছুটির মেয়াদ কমানো হতে পারে।

কলকাতায় যাবতীয় বিজ্ঞাপনী সংস্থাকে তাদের হোর্ডিং তুলে নেয়ার নির্দেশ দিয়েছে পুরসভা। বাজার এলাকাগুলোতেও প্লাস্টিক পরিস্কার করার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য,ফণী নিয়ে উদ্বিগ্ন কলকাতা রাজ্য প্রশাসন। নবান্নে জরুরি বৈঠক করা হয়েছে। প্রচারে গিয়েও মুখ্যমন্ত্রী বলেছেন ফণীর দিকেও নজর রাখতে হচ্ছে। কলকাতা পুরসভার জল নিকাশি, বিল্ডিং, পার্ক, আলোসহ বিভিন্ন বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/০২ মে ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর