লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ও ভাঙনের মাঝেই মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল মঙ্গলবার বেশ কয়েকটি মন্ত্রিত্বের পদে বদল ঘটানো হয়েছে। আবার একইসাথে কয়েকজনের দায়িত্বও বাড়ানো হয়েছে।
শুভেন্দু অধীকারীকে পরিবহনের পাশাপাশি সেচ দফতর ও পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
পঞ্চায়েত, গ্রামোন্নয়ন মন্ত্রণালয় ও পশ্চিমাঞ্চল উন্নয়ন-এর দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র তৃণমূল নেতা সুব্রত মুখার্জির হাতে। এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়লেও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান সুব্রত।
আইন ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব মলয় ঘটকের হাতে থাকলেও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রণালয় তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। সেই সাথে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাতে হবে সৌমেন মহাপাত্রকে।
রাজীব ব্যানার্জিকে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে বন মন্ত্রণালয়। ওই একই মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসুকেও।
নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়বিহীন মন্ত্রী থাকছেন দুইজন। এরা হলেন বিনয় বর্মন ও শান্তিরাম মাহাত।
বিডি প্রতিদিন/হিমেল