'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে আরও আক্রমণের রাস্তায় হাঁটতে চলেছে বিজেপি। কর্মসূচী আগেই নেওয়া হয়েছিল। এবার সেই কর্মসূচীরই বাস্তব রূপ দিতে চলেছে। বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ১০ লাখ 'জয় শ্রীরাম' লেখা চিঠি মমতার ঠিকানায় পাঠানোর বার্তা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।
উল্লেখ্য, ভোটের মাঝে চন্দ্রকোণার পর গত বৃহস্পতিবার নৈহাটি যাওয়ার পথে ভাটপাড়াতেও মমতা ব্যানার্জির কনভয়ের সামনে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে। যার পরে গ্রেফতারও হন কয়েকজন। বিজেপি এখন সেই বিষয়টাকেই হাতিয়ার করতে চাইছে। সেই মর্মেই ১০ লাখ 'জয় শ্রীরাম' চিঠি লেখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তবে শুধু তৃণমূলনেত্রীর বাড়িতেই নয়, নবান্নেও পাঠানো হবে সেই পোস্টকার্ড। এর দায়িত্বে রয়েছে বিজেপি যুব মোর্চা। অবশ্য শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকেও চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ