৫ আগস্ট, ২০১৯ ১৩:২৮

পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে শিক্ষকের পর কলেজছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে শিক্ষকের পর কলেজছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

ভারতেও ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। ভরতের পশ্চিমবঙ্গের হাবড়ায় ডেঙ্গুতে আক্রান্ত এক প্রাথমিক শিক্ষকের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা পর অঙ্কিতা শিকদার (১৭ ) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। 

হাসপাতাল সূত্র জানায়, অঙ্কিতার রক্তের প্লাটিলেট সাংঘাতিকভাবে কমে যায় । আগে থেকে ডেঙ্গু ধরা না পড়ায় সঠিক চিকিৎসা করা যায়নি। এরপর গত শনিবার রাতে মৃত্যু হয় তার।

এর আগে বিরা এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ধীমান কান্তি মল্লিকের (৪১) রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর মঙ্গলবার বারাসাতের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। কিন্তু তার অবস্থা ক্রমশ অবনতি হয়। গতশুক্রবার বিকেলে মৃত্যু হয় ও শিক্ষকের।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর