২৭ জানুয়ারি, ২০২০ ২২:২৩

পশ্চিমবঙ্গেও পাশ হল নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব

দীপক দেবনাথ, কলকাতা:

পশ্চিমবঙ্গেও পাশ হল নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব

ভারত সরকারের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ইতিমধ্যেই নিজেদের রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করেছে কেরালা, পাঞ্জাব ও রাজস্থান। এবার চতুর্থ রাজ্য হিসেবে সেই পথে হাঁটল পশ্চিমবঙ্গ। 

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব পাস করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। এই উদ্দেশ্যে এদিন বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়। দুপুর দইটা নাগাদ প্রস্তাব টি পেশ করা হয়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

এরপর মুখ্যমন্ত্রীর পাশাপাশি পার্থ চট্টপাধ্যায় সিএএ-বিরোধী প্রস্তাব সর্বসম্মতভাবে পাসের জন্য বিরোধীদের কাছে আর্জি জানান। তাকে সমর্থন জানায় বিরোধী দল কংগ্রেস ও বাম বিধায়করা। 

বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনকে প্রত্যহারের দাবি জানিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এই আইন সংবিধান ও মানবিকতা বিরোধী। আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই আইন প্রত্যাহার করুক। আমরা চাই ন্যাশনাল পপুলেশন অব রেজিস্টার (এনপিআর)ও প্রত্যাহার করা হোক।’ 

এদিন ফের একবার তিনি বলেন ‘বাংলায় আমরা সিএএ, এনআরসি, এনপিআর করতে দেব না। আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাবো।’ 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর