২৯ জানুয়ারি, ২০২০ ০৮:৪৭

সিএএ-এনআরসির প্রতিবাদে ছবি আঁকলেন মমতা

কলকাতা প্রতিনিধি:

সিএএ-এনআরসির প্রতিবাদে ছবি আঁকলেন মমতা

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব পাশ করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। আর এবার রং তুলি হাতে নিয়ে ছবি এঁকে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মমতা। তবে শুধু মমতা একাই নন, ছবি এঁকে ওই প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রায় অর্ধশতাধিক শিল্পী। 

মঙ্গলবার কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই চিত্রকর্মের আয়োজন করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। অনুষ্ঠানের থিম ছিল ‘নো সিএএ, নো এনআরসি’। 

এনআরসির ফলে আসামের ডিটেনশন ক্যাম্পে মানুষের দুর্দশা, দেশজুড়ে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে প্রতিবাদের বিভিন্ন মুহূর্তের ছবি রং-তুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন শিল্পীরা। এইসব চিত্রকর্ম আগামী দিনে রাজ্যের বিভিন্ন গ্যালারিতে স্থান পাবে বলে জানা গেছে। আয়োজকদের অভিমত রাজ্য এবং দেশজুড়ে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে তুলে ধরা হবে এই চিত্রকর্মগুলোকে। মমতা নিজেও এই অভিমত দেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর