বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে বিজেপিসহ একাধিক বিরোধী দলের নেতাদের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তাদেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড সামলানোর পাশাপাশি কখনো ছবি এঁকে কখনো আবার বই লিখে সময় কাটান মুখ্যমন্ত্রী। কখনো আবার তার লেখা গানের সিডিও প্রকাশিত হয়।
তিনি জানিয়েছেন, তার আঁকা ছবি বিক্রি, বই লেখা বা গানের সিডি বিক্রির টাকা কখনো মুখ্যমন্ত্রী, রাজ্যপালের ত্রাণ তহবিলে দেওয়া হয়। কখনো আবার নিজের সেই টাকা তিনি দলের কাজেও ব্যবহার করেন।
বিজেপি ও বিরোধী একাধিক দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্ত্বা নিয়ে প্রায়ই কটাক্ষ করেন। এদিন সাংবাদিক বৈঠকে সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ছবি আঁকি বলে এত হিংসা? ছবি আঁকার টাকা তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, রাজ্যপালের ত্রাণ তহবিলে যায়। আমি বই লিখি, গানের সিডি বানাই। সেখান থেকে যা পাই, তা যদি দলের কাজে ব্যবহার করি তাতে আপত্তি কীসের? আপনাদের তো হাজার হাজার কোটি টাকার কোনো হিসেবই নেই।’
সূত্র : কলকাতা ২৪
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        