তিনি বলছিলেন, ‘ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বিভিন্ন কাজবাজও সেরে নিই। ট্রেডমিলে খবরের কাগজও পড়ি, ফোনে কথা বলি, মেসেজও পাঠাই।’ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি অর্থবর্ষের বাজেট পড়েছেন। তিনি নিজেই অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় বাজেট উত্থাপন করেন।
মমতা জানিয়েছেন, বাজেট তৈরিতে তার ভূমিকা রয়েছে। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, 'ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই এবারের বাজেট বানালাম। মানে ওভাবে বিভিন্ন আইডিয়া মাথায় আসে।' যা শুনে উপস্থিত সবাই বিস্মিত হন এবং হাসির রোল ওঠে।
বলা হয়েছে, প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ কিলোমিটার হাঁটেন মুখ্যমন্ত্রী। তবে তার বেশিরভাগটাই তিনি করেন বাড়িতে থাকা একটি ট্রেডমিল ও নবান্নে নিজের দফতরে রাখা আর একটি ট্রেডমিলে। আর সেই ট্রেডমিলে তিনি শুধু হাঁটেনই না, খবরের কাগজও পড়েন, পড়াশোনাও করেন। এবং এবারের বাজেটও ট্রেডমিলেই বানিয়েছেন মমতা। তিনি বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে এমনই দাবি করেন।
ট্রেডমিলে কীভাবে বাজেট বানালেন? এমন প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আসলে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বিভিন্ন আইডিয়া আসে মাথায়। বাজেটে কী হবে আর কী হবে না তার অনেকটাই ট্রেডমিলে হাঁটার সময় মাথায় এসেছে। আমি হাঁটলে আমার ব্রেনও আমার সঙ্গে হাঁটে।’ সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক