২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪১

‌তৃণমূলের ৫ টাকায় ডিম-ভাত, বিজেপির বিনামূল্যের মাছ-ভাত

অনলাইন ডেস্ক

‌তৃণমূলের ৫ টাকায় ডিম-ভাত, বিজেপির বিনামূল্যের মাছ-ভাত

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গে রাজনীতি। ভোটারদের মন জয় করতে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো, অন্যদিকে প্রবল প্রতিদ্বন্দ্বী গেরুয়া শিবির। কেউই ছাড় দিতে চায় না কাউকে। এর মধ্যে তৃণমূল যখন “মা প্রকল্প” এনে রাজ্যের গরীব মানুষদের মুখে মাত্র ৫ টাকায় ডিম-ভাত তুলে দিচ্ছে, তখন এই প্রকল্পকে টেক্কা দিয়ে বিজেপি বিনামূল্যে “মাছে ভাতে বাঙালি” প্রকল্প শুরু করেছে।

বিজেপির দাবি, মমতা ব্যানার্জির  'মা কিচেনে' ডিম-ভাত যা পাওয়া যায়, তার দাম ৫ টাকা, কিন্তু বিজেপির 'মাছে ভাতে বাঙালি' কর্মসূচিতে বিনা মূল্যে খাবার দেওয়া হচ্ছে। তাও আবার বাঙালির প্রিয় মাছের সঙ্গে ভাত থাকছে মেন্যুতে।

বিজেপির এই কর্মসূচি নিয়ে মমতা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বিজেপিকে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেছেন, ‘মমতা দিদি পাঁচ টাকায় ডিম-ভাত প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য চালু করেননি। পাঁচ টাকায় ডিম-ভাত মেলায় বহু মানুষ খেয়ে বাঁচছেন। কিন্ত বিজেপির পুরোটাই ভোটের জন্য ধোঁকাবাজি। সূত্র : ওয়ান ইন্ডিয়া।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর