২ মার্চ, ২০২১ ১৩:০৬

ভারতের কৃষকদের পাশে দাঁড়ালেন 'দ্য গ্রেট খালি'

অনলাইন ডেস্ক

ভারতের কৃষকদের পাশে দাঁড়ালেন 'দ্য গ্রেট খালি'

সংগৃহীত ছবি

পাঞ্জাবের ভূমি পুত্র সাবেক ডাব্লিউডাব্লিউই রেসলার দ্য গ্রেট খালি ভারতে আন্দোলনকারী কৃষকদের পাশে এগিয়ে এলেন। সাত ফুট উচ্চতার গ্রেট খালির সমর্থন পেয়ে আন্দোলনকারী কৃষকদের মনের জোর আরও খানিকটা বেড়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রেট খালির মতো আন্তর্জাতিক সুপারস্টারের সমর্থনের বদৌলতে আন্দোলন আরো গতি পাচ্ছে। টিকরি সীমান্তে পৌঁছে কৃষকদের সমর্থনে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে কথা বলেন  খালি। কৃষকদের দাবি মেনে সরকারকে কালো আইন তুলে নিতেই হবে। আন্দোলনকারী কৃষকদের সঙ্গে নিয়ে সরকারের উদ্দেশে বিশেষ বার্তা রেকর্ড করেন খালি। 

খালি মনে করেন, 'তিন আইনের জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষকরা। সাধারণ জনগণেরও ব্যাপক ক্ষতি হবে। ভিডিও বার্তায় সরকারের উদ্দেশে খালি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কৃষকদের কাছে আরও ছয় মাসেরও বেশি সময়ের জন্য খাবার রয়েছে। সরকার যতক্ষণ কৃষকদের দাবি মেনে না নেবে, আন্দোলন চলতে থাকবে।'

উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লির টিকরি সীমান্তে মাস তিনেকেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের তিন আইনের প্রতিবাদে অবস্থান করছেন কৃষকরা। 

 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর