পশ্চিমবঙ্গের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেছেন, ভোট আসবে এবং চলেও যাবে। কিন্তু জীবন যদি চলে যায় সেটা আর ফিরে আসবে না। দয়া করে মাস্ক ব্যবহার করুন এবং করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিন।
জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবড়ার গ্রামীণ মেলায় নেচে মঞ্চ মাতালেন এই নায়ক। সেখানেই ভোট উৎসবের আমেজে এমন মন্তব্য করেছেন। এতে অনেকেই মনে করছেন- এ যেন নির্বাচনী উত্তাপে গা ছাড়া দেবের মুখে নরম সুর।
কেউ কেউ দেবের এমন মন্তব্যে যখন মানবিকতা খুঁজে পেয়েছেন, তখন নেটজনতার একাংশের আবার অভিযোগ, ‘এমন নির্বাচনী আমেজে দলের প্রতি গা ছাড়া মনোভাব দেখাচ্ছেন দেব।’ শুধু তাই নয়, আসন্ন নির্বাচন নেই কোনওরকম কথাই বললেন না তিনি।
কাদা ছোঁড়াছুড়ির রাজনীতিতে তিনি বিশ্বাসী না হলেও এই ভোটের বাজারে তিনি যে দলের হয়ে দু-চারটে গরম কথা বলবেন, সেটাই সবাই আশা করেছিলেন। কিন্তু দেব সে পথে হাঁটলেন না। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/শফিক