নিজের স্ক্যান্ডালে মন্ত্রীত্ব হারিয়ে বিজেপি নেতা এমএলএ রমেশ জারকিহলি দাবি করছেন তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার।
সম্প্রতি কর্নাটকের এই মন্ত্রীর বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পর সমালোচনার জেরে পদত্যাগ করতে বাধ্য হন । ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চাপে পড়ে পানিসম্পদ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি।
তবে এমএলএ রমেশ দাবি করেছেন, 'ওই সিডির ব্যাপারে কোন সত্যতা নেই। আমি নির্দোষ। আরও চার মাস আগেই সিডির ব্যাপারে আমি জানতে পেরেছিলাম। আর আমি ভুল কিছুই করিনি। ওইটা আমি নই। আমি নির্দোষ, চক্রান্তের শিকার এবং বিশেষ মুহূর্তের যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।'
তিনি আরও বলেন, 'গণমাধ্যম আমাকে ভিলেন বানিয়ে দিয়েছে। অথচ আমি তা নই। আমি চাইনি যে, আমার নামে অভিযোগ আসার কারণে দলের বদনাম হোক। হাই কমান্ডের কাছ থেকেও আমার কাছে ফোন এসেছে। তাদের বলেছি, এটা ঘটতে পারে এবং লিগ্যাল পদক্ষেপ নিতে পারি। আর এই অভিযোগের ব্যাপারে লড়বো বলেও আমি জানিয়েছি।'
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন / অন্তরা কবির