বিজেপিতে ভিড়তে যাচ্ছেন আরও এক টলিউড তারকা। এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে একটি ছবি ঘিরে। সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীল ঘোষের পোস্ট করা ওই ছবিতে একসঙ্গে দেখা গেছে মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তকে। এ নিয়েই তোলপাড় শুরু হয়েছে যে তবে কি এবার যিশুও গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন?
এর আগে, রবিবার বিজেপির ব্রিগেড মঞ্চে ওঠে দলটিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে পূর্ব কলকাতার এক পাঁচতারা হোটেলে রয়েছেন এই অভিনেতা। সেখানেই তার সঙ্গে দেখা করেন যিশু সেনগুপ্ত ও রুদ্রনীল ঘোষ। সেই মুহূর্তের ছবিই নিজের ফেসবুকে শেয়ার করেছেন রুদ্রনীল।
রুদ্রনীলের এই পোস্ট ঘিরে এখন জল্পনা তুঙ্গে। প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকেই বিদ্রুপ করেছেন। কেউ কটাক্ষ করে লিখেছেন, 'যিশু সময় কাটাতে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন। তারপরেই এই বিশেষ প্রজাতির গোখরো ও গিরগিটির সাথে ছবি বলে সূত্রের খবর।' কেউ আবার প্রশ্ন তুলেছেন, যিশুও কি পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন? “এই দলে যোগদান করলে দয়া করে সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে অভিনয় করবেন না”, এমন মন্তব্যও করা হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক