নন্দীগ্রামে এক মন্দির গিয়ে পায়ে মাথায়, কপালে এবং পায়ে চোট পেয়ে আহত হয়েছেন মমতা ব্যানার্জি। তাকে কলকাতায় আনা হচ্ছে। এই তৃণমূলনেত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গ রাজ্যের নন্দীগ্রামের রেয়াপাড়ায় নির্বাচনী প্রচারণায় গেলেচক্রান্ত করে তাকে ধাক্কা মেরেছে চার-পাঁচজন।
জানা গেছে, রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল, সেখানে গিয়েছিলেন মমতা। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়।
তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, চক্রান্ত করেই তাকে ধাক্কা মারা হয়েছে। বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়। মমতা বলেন, চার-পাঁচজন তাকে ঘিরে ধরেন ও তার গাড়ি ঘেষে দাঁড়ান।
মমতা আরও অভিযোগ করেন, সেই সময় এসপি ছিলেন না। ছিল না পুলিশও। এদিকে, এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্ন উঠল। সূত্র : এবিপি লাইভ ও আজকাল।
বিডি-প্ররতিদিন/শফিক