সামনেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। তার আগেই সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মিঠুনকে এই নিরাপত্তা দেওয়া হয়। সূত্রে খবর মিঠুনের নিরাপত্তার জন্য দেওয়া হতে পারে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)’এর জওয়ানকে। নির্বাচনী প্রচারণার সময় সর্বক্ষণ তার সাথে থাকবে অস্ত্রধারী এই জওয়ানরা।
গত ৭ মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় উপস্থিত হয়ে বিজেপিতে নাম লেখান ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত মিঠুন। উপস্থিত দর্শকদের সামনে ৭০ বছর বয়সী মিঠুনকে ‘বাংলার ছেলে’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন মোদি। পরে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেছিলেন ‘আমি জলঢোড়াও নই, কেলেবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।’
কলেজে পড়ার সময় নকশাল পন্থী হিসাবে আত্মপ্রকাশ করলেও পরে সিপিআইএম ঘনিষ্ঠ হয়ে ওঠেন মিঠুন। পরে তৃণমূলের সাথে সখ্যতা থাকার কারণে রাজ্যসভার সাংসদও হন। কিন্তু চিটফান্ড আর্থিক কেলেঙ্কারিতে নিজের নাম জড়িয়ে যাওয়ার কারণে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।
তবে কেবল মিঠুন-ই নন, বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং অন্য বিজেপি সাংসদ, বিধায়ক, নেতা-নেত্রী মিলিয়ে অন্তত ৬০ জনকে এক্স কিংবা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
অতীতে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি নির্বাচনকে ঘিরে সহিংসতা এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর এই বিষয়টি গুরুত্ব দিয়েই পশ্চিমবঙ্গে ২৯৪ টি বিধানসভার আসনের জন্য ভোট হবে আট দফায়। আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন