ওপার বাংলার রাজনীতিতে তারকাদের সরব উপস্থিতি নিয়ে মুখ খুললেন তারকা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি কটাক্ষের সুরে বলেছেন, শোবিজে তথা সিনেমা-সিরিয়ালের অবস্থা খারাপ, তাই বিকল্প পেশা রাজনীতি। সিনেমার দিকে যদি বেশি কাজ থাকত, তাহলে হয়তো রাজনীতিতে আসতে পারত না।
পশ্চিমবঙ্গের ভোটের বাজারে এখন তারকা মুখের ছড়াছড়ি, অনেকেই অভিনেতা থেকে নেতা হওয়ার দৌড়ে যোগ দিয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনে পদ্ম কিংবা ঘাসফুল শিবির, দুই দলেই তারকাদের রাজনীতিতে আসার ঘটনা আলোচনার তুঙ্গে! এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওপার বাংলার তারকাদের এক হাত নিয়েছেন চিরঞ্জিত।
উল্লেখ্য, বাংলার বিধানসভা ভোটের ইতিহাসে সম্ভবত এত তারকাপ্রার্থীর সমাহার রাজ্যবাসী এর আগে দেখেনি। আসন্ন নির্বাচনের আগে যে বিনোদন দুনিয়ার সঙ্গে রাজনৈতিক ময়দানের এরকম একটা ‘মাখো-মাখো’ সমীকরণ হতে চলেছে, তা আগেই আন্দাজ করা গিয়েছিল। সূত্র : জি নিউজ ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/শফিক