সম্প্রতি ভারতের সাড়ে তিন কোটি রুপি আর্থিক সহায়তায় 'সমবায় প্রমোশন সেন্টার' উদ্বোধন করা হয়েছে নেপালে। বুধবার (১০ মার্চ) নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস ললিতপুর জেলায় সমবায় প্রমোশন সেন্টারের উদ্বোধন করেন ভারতীয় হাইকমান্ডের উপ-প্রধান নামগিয়া সি খাম্পা।
প্রকল্পটি একটি হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। নতুন ভবনটি 'নেপাল-ভারত উন্নয়ন সহযোগিতা' এর অধীনে নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী উদয় রানা, নেপাল সরকারের মাধব দুলাল, ললিতপুরের সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান এবং জেলা সমন্বয় কমিটির প্রতিনিধিরা।
জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড ললিতপুর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ৩, ৫০,০০০। প্রতিষ্ঠানটি সদস্যদের কার্যক্রম পরিচালনা, সমর্থন, সমন্বয় এবং উন্নয়ন, কৃষক সম্প্রদায়ের উন্নয়ন ও শক্তিশালী করার আদেশ অনুসরণ করে।
নবনির্মিত সমবায় উন্নয়ন কেন্দ্র সমবায় ও তাদের কৃষক সদস্যদের বিপণন ক্ষমতা বৃদ্ধি এবং কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা থেকে করা হয়েছে। ভবনটি কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি তথ্য কেন্দ্র হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ভারত সরকার নেপালে ৪৪৬টি উচ্চ প্রভাব সম্প্রদায় উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছে। ইতিমধ্যে ললিতপুর জেলার ৩ ও ৯ নং প্রদেশে ৮৪টি উন্নয়ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও, ভারত ললিতপুর জেলার বিভিন্ন স্বাস্থ্য বিভাগ, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ১৮টি অ্যাম্বুলেন্স ও ৯টি স্কুল বাস উপহার দিয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির