বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তো নিয়েই এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সৌগত রায় আরও বলেন, বিজেপির অবস্থা যে কত খারাপ, ওদের মধ্যে যোগ্য প্রার্থীর কত অভাব এই তালিকায় সেটা স্পষ্ট হয়েছে। ওরা চারজন এমপিকে মনোনয়ন দিয়েছে। তার মধ্যে একজন রাজ্যসভার মনোনীত এমপি। অন্য তিনজন হচ্ছেন লোকসভার নির্বাচিত এমপি। অর্থাৎ এরা যদি যেতেন তাহলে তাদের আসনে আবার উপনির্বাচন হবে। এটা কেউই চায় না।
বিডি-প্রতিদিন/শফিক