নন্দীগ্রামে প্রচারণায় গিয়ে পায়ে আঘাতপ্রাপ্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত সুস্থতা কামনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার বাঁকুড়ার রানীবাঁধে নির্বাচনী জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘আমি ঈশ্বরের কাছে দোয়া করবো যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’
এর আগে বাংলায় রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়া নিয়ে তৃণমূলকে নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল বামেদের বিদায় নেওয়ার সাথে সাথেই রাজ্য থেকে রাজনৈতিক সহিংসতাও বিদায় নেবে। কিন্তু তার বদলে রাজনৈতিক হিংসা আরও বেড়ে গেছে। ১৩০ জনেরও বেশি বিজেপি কার্যকর্তাদের হত্যা করা হয়েছে।’
এরপরই মমতার আহত হওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা দিদির পায়ে চোট লেগেছে। এখন জল্পনা চলছে যে কিভাবে তার পায়ে চোট লাগলো। ওই ঘটনার বিচার চলছে। তৃণমূল বলছে এর পিছনে বড় ষড়যন্ত্র ছিল এবং তার ওপর হামলা করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে, কোন হামলার ঘটনা ঘটেনি, ওটা নিছকই একটা দুর্ঘটনা। ভগবানই জানে আসল সত্যটা কি। কিন্তু দিদি আপনার পায়ে চোট লেগেছে..আপনি একটু আহত হয়েছেন, দুঃখ পেয়েছেন। এখন উনি হুইল চেয়ারে করে ঘুরছেন। অথচ রাজনৈতিক সহিংসতায় আমাদের দলের যে ১৩০ জনকে প্রাণ দিতে হয়েছে- তাদের মায়েদের জন্য দিদির কোন ব্যথ্যা অনুভব করেন না। যারা মারা গেছেন ওরা তো কারও ছেলে, ভাই, স্বামী বা পিতা ছিল। আমি তো ঈশ্বরের কাছে দোয়া করবো যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে এটা ভাল হতো যে ওই ১৩০ জনের মৃৃত্যুর ঘটনাতে আপনার হৃদয়ে যদি একটু ব্যথা হতো।’
বাংলার মানুষ ব্যালট বাক্সে ওই রাজনৈতিক হত্যার জবাব দেবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকার জন্য ঝাড়গ্রামের জনসভায় উপস্থিত হতে পারেননি অমিত শাহ। তার বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। এর পরে রানীবাঁধের সভায় আসতেও দেরী হয় তার। তা নিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন ‘হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আমার আসতে দেরি হয়েছে কিন্তু আমি কখনওই বলবো না যে এর পিছনে ষড়যন্ত্র আছে। কারণ হেলিকপ্টার খারাপ হতেই পারে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন