বিজেপি দলীয় কর্মীদের কিছু খাইয়ে ভোট ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দখল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ পূর্ব মেদিনীপুর এগরার সভা থেকে ভোটের আগে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।
মমতা বলেন, ইলেকশনের আগে বহিরাগতদের দিয়ে ভয় দেখাবে, বুথ দখলের চেষ্টা করবে। ভোট হয়ে যাবার পরে ভোট বাক্স একমাস পাহারা দিয়ে রাখতে হবে, কারণ ভোট গণনা হবে মে মাসের ২ তারিখে। কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স লুট করতে না পারে।
এর আগে, পুরুলিয়ায় প্রচারে গিয়েও সরাসরি অভিযোগ করেছিলেন মমতা- যে ট্রেনে করে রাজ্যে বহিরাগতদের নিয়ে এসে ভোট লুট করার ষড়যন্ত্র হচ্ছে বিজেপি। খোদ রেলমন্ত্রী অফিসারদের থেকে বহিরাগতদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক