শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ। তিনি বলেন, আমি কথা দিচ্ছি, ২ মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই অনুপ্রবেশকারী শুধু নয়, একটা পাখিও বাংলায় প্রবেশ করতে পারবে না।
আজ শুক্রবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, বাংলায় দিদি শুধু খেলা হবে, খেলা হবে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ আর দিদিকে ভয় পায় না। দিদির গুণ্ডারা কান খুলে শুনে নিন, আপনারা ভাববেন না যে বেঁচে গেছেন। অন্যায় যারা করেছে, তারা সবাই জেলে থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক