২৫ জুন, ২০২১ ১৬:৫৯

'সেন্সর বোর্ডের পাস করা ডায়লগ বলা কি অপরাধ'

অনলাইন ডেস্ক

'সেন্সর বোর্ডের পাস করা ডায়লগ বলা কি অপরাধ'

মিঠুন চক্রবর্তী

বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে হওয়া মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মিঠুন চক্রবর্তীকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে দাবি করলেন সরকারি আইনজীবী। এর জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হবে।

শুক্রবার ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, কী উস্কানিমূলক মন্তব্য করেছেন মিঠুন? এর জবাবে সরকারি আইনজীবী বলেন, উনি প্রকাশ্য সভায় বলেছেন, ‘‘মারবো এখানে লাশ পড়বে শ্মশানে’’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’

সরকারি আইনজীবীর ওই মন্তব্য শুনে বিচারপতি বলেন, ওইসব মন্তব্যের জন্য কি রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে? জবাবে সরকারি আইনজীবী বলেন, এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। 

অন্যদিকে, এনিয়ে পাল্টা জিজ্ঞাসা করেন মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি বলেন, ওইসব ডায়লগ সিনেমার। সেগুলো সেন্সর বোর্ডের পাস করা। তা প্রকাশ্যে বলা কি অপরাধ! সূত্র: জি নিউজ

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর