অদ্ভুত অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন ভারতের এক বৃদ্ধ। তার দাবি, ভাতিজা ইচ্ছা করে ‘হিংস্র’ হাঁস দিয়ে আক্রমণ করিয়ে তার দামি মুরগি মেরে ফেলেছে। সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানায় ওই অভিযোগ নিয়ে যান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, কাশীপুর থানার বামুনিয়া গ্রামের বদ্যিপাড়ায় মোহম্মদ আলি মোল্লার বাড়ি। তার দুটি গরু ও কয়েকটি মুরগি আছে। অনেক যত্ন নিয়ে পোষ্যগুলোকে লালনপালন করেন তিনি।
মোহম্মদ আলি অভিযোগ করে বলেন, আমার বাড়ির পাশেই ভাইপো শরিফুল মোল্লার বাড়ি। আমার মুরগি পোষা দেখে সে হাঁস পুষছে। হাঁসগুলো খুবই হিংস্র। আমার মুরগি উঠানে ঘুরে বেড়াচ্ছে দেখলেই হাঁসগুলো তেড়ে আসে। ভাইপো ও তার স্ত্রী এ নিয়ে কখনো কোনো ব্যবস্থাও নেয়নি।
ভুক্তভোগী তার অভিযোগে আরও বলেন, ‘সোমবার দুপুরে ভাইপোর একটি হাঁস আমাদের বাড়িতে এসে মুরগিকে আক্রমণ করে ও ক্ষতবিক্ষত করে দেয়। ভাইপো তখন পাশে দাঁড়িয়ে থাকলেও হাঁসটিকে আটকায়নি। পরে অনেক চেষ্টা করেও আহত মুরগিকে বাঁচাতে পারলাম না। এ নিয়ে ভাইপোকে বলতে গেলে সে অকথ্য ভাষায় গালাগাল করেছে। শুধু তাই নয়, আমার বাকি মুরগিগুলোকেও হাঁস দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি খুব আতঙ্কে রয়েছি।’
ঘটনার পর সন্ধ্যায় বিষয়টি নিয়ে পাড়ার গণমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন বৃদ্ধ চাচা। স্থানীয় উপ-প্রধানের কাছেও নালিশ দেন। কিন্তু তারা বিষয়টিতে কিছু করতে পারবেন না বলে জানিয়ে দেন। তারপরই সোজা কাশীপুর থানায় গিয়ে অভিযোগ জানান মোহম্মদ আলি।
বৃদ্ধ দুঃখ করে বলেন, ‘কয়েকদিন পরেই মুরগিটা ডিম পাড়তো। অন্তত দুই বছরে কয়েকশ ডিম দিতো। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।’
চাচার অভিযোগকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার কাশীপুর থানায় ডেকে পাঠানো হয় অভিযুক্ত শরিফুল মোল্লাকে। দুই দিনের মধ্যে তাকে ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দিতে বলা হয়েছে।
সূত্র : জি নিউজ, সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ