বিশ্ব ভালোবাসা দিবসে ভারতের উত্তরপ্রদেশে ‘সংস্কৃতিবিরোধী’ ভ্যালেন্টাইনকে প্রতীকীভাবে ফাঁসি দিয়েছেন একদল তরুণ। সঙ্গে শোনা গেল ‘জয় শ্রী রাম’ স্লোগান। ইতোমধ্যেই এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোমবার উত্তর প্রদেশের আগ্রায় একটি কুশপুত্তলিকা রাস্তায় টাঙাতে দেখা যায় কয়েকজন তরুণকে। ওই কুশপুত্তলিকার নাম দেওয়া হয় ‘ভ্যালেন্টাইন’। এবং বলা হয় ও এই দেশের নয়, বিদেশি। এরপরেই ওকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুসারী তরুণরা মূলত পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে এভাবেই ভালোবাসা দিবসের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে, অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রার পার্কে কোনো যুগলকে ভ্যালেন্টাইন্স ডের দিন দেখা গেলে তাদের বিয়ে দেওয়া হবে।
আগ্রার আরেকটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে কোনো যুগলকে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখা গেলে তাদের মুখে কালি মেখে দেওয়া হবে।
সংগঠনের নেতাকর্মীরা বলছেন, ভ্যালেন্টাইন্স ডে আমাদের সংস্কৃতি নয়। বিদেশে তা পালিত হতো। পশ্চিমা দেশগুলো সংস্কৃতির আদলে তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে।
তবে ভালোবাসা দিবসে এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসতেই এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। এক নেটিজেনের প্রশ্ন, “মিশ্র সংস্কৃতি ভারতের গর্ব, অহংকার। সেক্ষেত্রে কেন প্রকাশ্যে রাস্তায় এই ধরনের একটি কর্মসূচি গ্রহণ করা হবে?
সূত্র: এই সময়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন