নোয়াখালী চাটখিলে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে নেশা খাইয়ে এক সন্তানের জননীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় চাটখিলের পাল্লা বাজারে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূকে সিএনজিতে করে পাল্লা বাজার পল্লিবিদ্যুতের পাশে ফেলে দেওয়া হয়। সেখান থেকে ভুক্তভোগী সুধারাম থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, গত এক বছর আগে চাটখিল থানায় অভিযুক্ত ফুয়াদ আল মতিনের (৩৮) সাথে পরিচয় হয় ওই নারীর। পরিচয়ের সূত্র ধরে ফুয়াদ প্রায়ই চাকরির প্রলোভন দেখাতেন। সর্বশেষ আজ রবিবার চাকরি দেওয়ার কথা বলে ভিকটিমকে চাটখিল পাল্লা বাজার তার অফিসে আসতে বলেন ফুয়াদ। সেখানে কৌশলে ভুক্তভোগীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাস্থলে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয় তাকে। যা আরেকটি বয়স্ক সহযোগী ভিডিও করেন এবং ঘটনা কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা যুবলীগের সভাপতি ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। শারীরিক অসুস্থতা নিয়ে আমি গত এক সপ্তাহ ধরে ঢাকায়।
বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এখন অভিযানে রয়েছি। ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক