বাসন পরিষ্কার করতে বলেছিলেন মা। আর তাতেই চটে যায় কিশোরী। তার উপর তাকে বকুনি দেওয়ায় মেজাজ যায় আরও খারাপ হয়ে। এরপরই হাতে থাকা ফ্রাই প্যান দিয়ে মায়ের মাথায় পরপর আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই নারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, ওই নারীর বয়স ৩০। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের গ্রেটার নয়ডায় একটি আবাসনে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে বাড়ি ফেরার পর বাসন ধোয়া নিয়ে তার সঙ্গে ঝগড়া হয় ওই নারীর। তখনই আচমকা তার উপর হামলা চালায় ওই কিশোরী মেয়ে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই নারী। এরপর প্রতিবেশীদের ডেকে আনে কিশোরী। তাদের কাছে জানায়, মা পড়ে গিয়ে আহত হয়েছে। এরপরই প্রতিবেশীরা ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রণবিজয় সিংহ জানিয়েছেন, প্রাথমিকভাবে কিশোরী তাদের জানায়, সে হাঁটতে বেরিয়েছিল। ঘরে ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা। কিন্তু কিশোরীর বয়ানে অসঙ্গতি লক্ষ করেন তদন্তকারীরা। তারপরই তারা আবাসন এবং ফ্ল্যাটের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। যে সময়ের কথা কিশোরী বলেছিল ওই সময়ে কেউ বাইরে বের হয়নি এবং কেউ ভেতরেও ঢোকেনি। প্রতিবেশীদেরও জিজ্ঞাসা করেন তদন্তকারীরা। এরপরই ফের কিশোরীকে জেরা করেন তারা। তখনই কিশোরী সত্য ঘটনাটি জানান তদন্তকীরাদের। কিশোরীর বিরুদ্ধে তার মামা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিশোরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সংশোধনাগারে পাঠানো হয়। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম