ইউক্রেনে হামলা চালাতে গত বৃহস্পতিবার ভোরে রাশিয়ান বাহিনীকে নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিন দিন ধরে চলছে এই যুদ্ধ।
ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধের বিরুদ্ধে শনিবার কলকাতায় অনুষ্ঠিত হলো শান্তির মিছিল। ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, মিছিলে সবার কণ্ঠে এমন যুদ্ধবিরোধী, শান্তির পক্ষের স্লোগান ছিল। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা যুদ্ধের কারণে আটকে পড়া ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
একটি মিছিল বের করে কলকাতার নারী তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শুরু হয়ে এক্সাউড মোড়ে গিয়ে শেষ হয় মিছিল।
আরেকটি মিছিল বের করে বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই। এই মিছিল উত্তর কলকাতার মৌলালীর মোড় থেকে চলে ধর্মতলা পর্যন্ত যায়। রাজনৈতিক দল সিপিডিআরও একটি মিছিল বের করে। এটি কলকাতার পার্ক স্ট্রিটের মাদার তেরেসার ভাস্কর্য থেকে শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। মিছিলে কলকাতার সাধারণ লোকজন অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ