ভারতের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। বিজেপিকে মানুষ দেখতে পাবে না। এবং এই বিরোধী নেতাকেও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না।’
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রাজীব কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘কেন্দ্রীয় সরকার যে টাকা আটকে রেখেছে তা আগে দিতে হবে। কিন্তু তা না দিয়ে বরং ঋণগ্রস্ত করেছে রাজ্যকে। কেন্দ্রীয় সরকার কিচ্ছু দিচ্ছে না। এই করতে করতে উনি (শুভেন্দু অধিকারী) নিজের ওয়ার্ডে হেরেছেন। নন্দীগ্রাম তো অনেক পরের কথা। নন্দীগ্রামে পুনরায় ভোট গণনা হোক তাহলেই প্রমাণ হয়ে যাবে নিজের বুথে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন। আজকে ১০৮টা পৌরসভার কোথাও আপনি বিজেপিকে জেতাতে পারেননি। কিন্তু বাইরে বেরিয়ে এত বড়বড় কথা বলছেন!
তিনি আরও বলেন, ‘সম্প্রতি চার রাজ্যে জিতে এত আবীর মেখে খুব আনন্দ করছেন। কিন্তু কীসের আনন্দ? ১০৮টি পৌরসভা নির্বাচনের ফল দেখুন। আপনারা বামপন্থিদের নীচে নেমে গেছেন। আগে ৩৮ শতাংশ ভোট পেলেও এবার তা ১২ শতাংশের নীচে নেমে গেছে।’ সূত্র : পার্সটুডে ও ওয়ান ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক