আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা নাকি আড়াই লাখ ভোটে জিতবেন। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল সোমবার শিল্প শহরের সমস্ত কাউন্সিলর, ব্লক সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
লোকসভা উপনির্বাচনকে নজরে রেখে সর্বভারতীয় তৃণমূলের সম্পাদকমণ্ডলীর সদস্য অনুব্রতকে আসানসোলের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্ব। রবিবার রাতেই আসানসোলে পা রেখেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন। আর ওই রাতেই শহরের বিধায়কদের নিয়ে বৈঠক করেন অনুব্রত। এর পর সোমবারও উত্তর আসানসোলের কল্যাণপুর হাউসিং শুভম ম্যারেজ হলে আসানসোলের কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, ব্লক সভাপতিদের সঙ্গে কথা বললেন তিনি।
বৈঠকের পর দলীয় কর্মীদের চাঙ্গা করতে অনুব্রত বলেন, আসানসোলের খেলাটা ভাল জমবে এবার। ভাল খেলা হবে এখানে। দু’লক্ষ ৫০ হাজার ভোটে জিতব আমরা। ২০১৬ ও ২০২১-এ যা বলেছিলাম, তা-ই হয়েছে। এবারও তাই হবে। আড়াই লক্ষ ভোটে জিতব।
অনুব্রতের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, আসানসোলে কী ফল হবে, তা অনুব্রত মণ্ডল জানবেন কী করে? উনি তো তখন থাকবেন জেলে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক