গঙ্গার পাড়ে সিনেমার দৃশ্যের মতো বিয়ার হাতে গানের সঙ্গে উদ্দাম নৃত্যে ব্যস্ত ছিল চার বন্ধু। হঠাৎ বিয়ারের বোতল হাতে ইনস্টাগ্রামে ভিডিও বানানোর শখ জাগে তাদের। তারা এতোটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে- পানিতে নেমে ভিডিও বানাতে শুরু করে। এসময় গঙ্গায় ভাসাতে ভাসাতে অনেকটা দূরে চলে যায় একজন। তখন এক যুবক গঙ্গায় তলিয়ে যাওয়ার পর বাকি তিন যুবকের জ্ঞান ফেরে! কিন্তু ততক্ষণে রাকেশ রজক নামের এক বন্ধু গঙ্গায় তলিয়ে যায়।
গত বুধবারের এ ঘটনার একটি ভিডিও আপলোড হয় কৃষ্ণা যাদব নামে এক যুবকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এদিন দুপুরে রাকেশ খেতে না আসায় তার মা মায়া রজক বারবার ছেলের মোবাইল ফোনে কল দিতে থাকেন। প্রথমে বেশ কয়েকবার ফোন বেজে থেমে যায়। হঠাৎই এক যুবক ফোন ধরে। জানায় রাকেশ চুঁচুড়া ইমামবাড়া সংলগ্ন গঙ্গার ঘাটে ডুবে গেছে। খবর পেয়ে ছেলেটির মা গঙ্গার ঘাটে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন ঘাটে ছেলের মোবাইল ফোন, জুতো ও পোশাক পড়ে রয়েছে। তারপর হঠাৎই প্রতিবেশীদের কাছ থেকে ওই ভিডিওর কথা জানা যায়।
কৃষ্ণা যাদব নামে এক ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড হওয়া ওই ভিডিওতে রাকেশকে দেখা যায় বলে জানতে পারেন রাকেশের মা। তিনি দেখেন, আরও তিন যুবকের সঙ্গে বিয়ারের বোতল হাতে গঙ্গায় গানের সঙ্গে উদ্দাম নাচছেন রাকেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। স্থানীয় যুবক ও চুঁচুড়া থানার পুলিশ রাকেশের খোঁজে নৌকা নিয়ে সন্ধ্যায় গঙ্গায় তল্লাশি চালায়। এই ঘটনায় পুলিশ রাকেশের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশের ভাষ্য, ওই তিন যুবকের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে। আপাতত আটকদের জিজ্ঞাসাবাদ করে রাকেশ কী করে গঙ্গায় তলিয়ে গেল, তা জানার চেষ্টা চলছে। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক