দ্বিতীয়বারের মতো ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ।
শুক্রবার লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে শপথবাক্য পাঠ করেন তিনি।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির তারকা নেতৃত্ব।
যোগীকে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল। এবারও যোগীর ক্যাবিনেটে থাকছেন দু’জন উপমুখ্যমন্ত্রী। কেশবপ্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক হচ্ছেন উপমুখ্যমন্ত্রী।
উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারও সরকার গড়ে বিজেপি। তবে এবার কেশব প্রসাদ মৌর্যসহ মোট ১০ জন মন্ত্রী হেরে যান নির্বাচনে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন