ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি আল্লাহ বা ভগবানও নন যে সব কিছুই তিনি আগাম জানতে পারবেন। তবে কোনো কিছু ঘটনা ঘটলে তার সরকার যে ব্যবস্থা নেয় এবং আগামী দিনেও নেবে সে কথা পরিষ্কার জানিয়ে দেন তিনি।
পাঁচদিনের রাজ্যের উত্তরবঙ্গ সফরে গিয়ে শনিবার শিলিগুড়িতে একটি সভায় এসব কথা বলেন মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক রামপুরহাটের বগটুই গ্রামে এক তৃণমূল উপপ্রধানকে বোমা মেরে হত্যা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আরও ৮ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, "কোথাও দুর্ঘটনা হলে লাশ সরানো, কোভিড হলে জীবন দিয়ে লড়াই করা বা দুর্গা পূজায় পাহারা দেয় রাজ্যের পুলিশ। অথচ কোনো একটি ঘটনা হলেই একজনের দোষ হলেও সবাইকে দোষী বানাবে, গোটা পুলিশকে বদনাম করে দিচ্ছে।"
মমতার অভিমত, "আমার হাতের পাঁচটা আঙ্গুলও কি সমান? সাংবাদিকরাও ধোয়া সাধু নয়। পচন সব জায়গাতেই গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি নিজেদের দায়িত্ব নিজেদেরই পালন করা উচিত।"
এ সময় তিনি আরও বলেন, "একটা ভুল যদি কোথাও হয়ে যায়, তার জন্য আইন আছে, প্রশাসন আছে। আইন আইনের মত চলবে। কোনো ব্যাপারে আমরা ক্ষমা করি না। আমার চোখের সামনে কোনো ঘটনা হয়তো ক্লাবে ক্লাবে ঘটে গেলে, আমি সঙ্গে সঙ্গে থামাব। কিন্তু সবকিছু তো আমার হাতে থাকে না। আমি ভগবানও নই, আল্লাহ নই। কিন্তু ঘটনা ঘটে গেলে আমরা পদক্ষেপ নেওয়ার কাজ করতে পারছি কিনা সেটা দেখতে হবে।"
মুখ্যমন্ত্রীর অভিমত, "বাংলা সবচেয়ে শান্তির জায়গা। একটা সরকার যেখানে কাজ করে বেড়াচ্ছে, সেখানে একটা ঘটনা নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে। দিল্লি থেকেও শতাধিক মিডিয়াকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তার একটাই কারণ, মমতা ব্যানার্জির বদনাম কর, বাংলার বদনাম কর। আসলে বিজেপিকে লড়ার মতন ক্ষমতা কারো নেই। একমাত্র মমতা ব্যানার্জিই তাদের বিরুদ্ধে লড়তে পারে। তাই তাকে আঘাত করো। যদি পাড়ায় পাড়ায় দুটো ক্লাবের মধ্যেও গণ্ডগোল হয় তারা সিবিআই চায়, দাদু-নাতনি বা মা-মেয়ের গণ্ডগোল হলেও এখন সিবিআই চায়।
মমতা এদিন পরিষ্কার জানিয়ে দেন, "বাংলার বদনাম করলে আমরা ছেড়ে কথা বলব না। যারা বাংলার বদনাম করছে আগামী দিনে মানুষ তার জবাব দেবে। আপনারা তৈরি থাকুন। মানুষকে আমি বলব আমার উপর যদি আপনাদের ভরসা থাকে তাহলে একটু ভরসা রাখবেন।"
সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, "কোথাও ঘটনা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। পুলিশ ব্যবস্থা না নিলে আমাকেও ফোনে বিষয়টি জানাতে পারেন।"
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন