এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের বাগদা থানার পুলিশ। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পুলিশ স্থানীয় আষারু বাজার থেকে মহম্মদ উকিল মল্লিক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
৪৮ বছর বয়সী উকিল মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতেই গাঙ্গুলিয়া সীমান্ত দিয়ে সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বলে অভিযোগ। উকিল মল্লিকের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তলও উদ্ধার করে বাগদা পুলিশ।
মনে করা হচ্ছে, বাংলাদেশ পুলিশের মামলার হাত থেকে বাঁচতেই তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন।
উকিল মল্লিককে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ জানতে চাইবে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা