পশ্চিমবঙ্গে আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও আসতে পারছেন না মিঠুন চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিও বার্তায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভোট চাইলেন।
ভিডিও বার্তায় অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘‘একবার অগ্নিকে ভোট দিয়ে দেখুন না। আপনাদের পাশে থাকবে। ওর টাকা-পয়সার দরকার নেই। আপনাদের সেবা করবে সে। আমায় এতটুকু ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’
১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে বিজেপি জিতলেও দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেসে। গায়ক অভিনেতা বাবুল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। আর বাবুলের সাংসদ পদ ছেড়ে দেওয়াতেই আসানসোলে উপনির্বাচন।
ভিডিও বার্তায় মিঠুন জানিয়েছেন, তার সঙ্গে দাদা-বোনের সম্পর্ক অগ্নিমিত্রার। কোনও স্বার্থ ছাড়াই বছরের পর বছর, প্রতি দিন তার খোঁজ নেন অগ্নিমিত্রা। তার সব পোশাকের ডিজাইনও করে দেন। অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ও মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি ও সুখে, দুঃখে সব সময় পাশে থাকবে।’’
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা