পশ্চিমবঙ্গে আলোচিত ও জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ পরীক্ষার উত্তরপত্রে লিখছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা পর্ষদ। সম্প্রতি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত দশম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটা অংশ তাদের উত্তরপত্রে স্লোগানটি লিখেছেন।
গত মাসে রাজ্যজুড়ে মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই সব উত্তরপত্র পরীক্ষা করতে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা দেখে, বেশ কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের স্লোগান ‘খেলা হবে’ (একটি খেলা হবে) লিখেছে।
বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্যটির উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে চলমান উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার শিক্ষার্থীদের সতর্ক করেছে তারা।
গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, তা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এই পরীক্ষা পরিচালনা করে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি তাদের উত্তরপত্রে এই ধরনের স্লোগান লেখে বা কোন ছবির মাধ্যমে তা বোঝাতে চায়, সেই সব শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য জানান, রাজনৈতিক স্লোগানযুক্ত উত্তরপত্র মূল্যায়ন না করতে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী এই ধরনের বিষয় লিখবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিল কর্তৃক গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির পরিমাণ নির্ধারণ করবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। তার অভিমত, কোনো ক্ষমতাসীন দলেরই শিক্ষা ক্ষেত্রে রাজনীতি করা উচিত নয় এবং সংবেদনশীল মনকে প্রভাবিত করা উচিত নয়।
বিডি প্রতিদিন/ফারজানা