ক্রিকেটের প্রতি টান সেই ছোটবেলা থেকেই। আদ্যপান্ত এক ক্রিকেটপ্রেমী বললেও ভুল হবে না। ইচ্ছে ছিল ভারতের মুম্বাইতে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ’ (আইপিএল) ক্রিকেট খেলা দেখবে। আর সেই লক্ষ্যেই আন্তর্জাতিক সীমানা পার করেছিল বাংলাদেশি যুবক। এরপর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পরেন তিনি। পরে আটকৃত ওই যুবককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)’র কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল (শুক্রবার) উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের রনঘাটে অবস্থিত বাহিনীর ৬৮ নম্বর ব্যাটেলিয়নের সীমা চৌকি এলাকায় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় একজন ব্যক্তিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মোহাম্মদ ইব্রাহিম নামের ৩১ বছর বয়সী ওই যুবকের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার পূর্ব চাঁদপুরে, তার পিতার নাম মোহাম্মদ আব্দুল বারেক।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় ইব্রাহিম একজন ক্রিকেটপ্রেমী। আইপিএল (ক্রিকেট) ম্যাচ দেখতে মুম্বাই যাচ্ছিলেন। আর অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার জন্য আনিসুল নামের এক দালালকে ৫০০০ টাকাও দেয় সে। কিন্তু মুম্বাইয়ে গিযে আইপিএল দেখা আর হলো না তার। তার আগেই ভারতে প্রবেশের পরই বিএসএফ’এর হাতে আটক হয় ইব্রাহিম। যদিও মানবতা ও সদিচ্ছার কারণে গ্রেফতারকৃত ওই বাংলাদেশি যুবককে বিজিবি’এর কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিএসএফ’এর ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার যোগিন্দর আগরওয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং যার কারণে কিছু অসাধু লোক ধরাও পড়ছে। যদিও গ্রেফতারকৃত ব্যক্তিদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে তাদের মধ্যে কয়েকজনকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল