পশ্চিমবঙ্গের বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। এ দুইটি আসনে বাবুল সুপ্রিয় ও শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই জয়কে নববর্ষের উপহার বলে অভিহিত করেছেন।
বালিগঞ্জে প্রায় ২০ হাজার ভোটে জয়ী তৃণমূলের বাবুল সুপ্রিয়। অন্যদিকে, আসানসোলের মাটিতে সর্বকালীন রেকর্ড গড়ে প্রায় ৩ লক্ষ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
রাজনৈতিক মহলের মতে, বালিগঞ্জে মুসলিমদের একটা বড় অংশ মুখ ঘুরিয়ে নেওয়ায় ভোট কমেছে তৃণমূলের। এর ঠিক এক বছর আগে একুশের ভোটে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন ১,০৬,৫৮৫টি ভোট। যা শতাংশের হিসেবে ৭০.৬০। এবার তৃণমূল এই কেন্দ্রে পেয়েছে ৫০,৯৯৬টি ভোট। শতাংশের হিসাবে যা ৪৯.৭। বালিগঞ্জে এবার তৃণমূলের ভোট কমেছে ২০ শতাংশের বেশি।
অন্যদিকে বালিগঞ্জে একুশের নির্বাচনে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম ভোট পেয়েছিলেন ৮,৪৭৪টি। ভোট শতাংশের হিসেবে যা ৫.৬১। এবার তাঁর স্ত্রী তথা বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০,৯৪০টি ভোট। ৩০.১ শতাংশ ভোট। অর্থাৎ গতবারের তুলনায় প্রায় ২৫ শতাংশ ভোট বেড়েছে সিপিএমের।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/শফিক