রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন (এনজেপি) থেকে ৬ শিশুসহ মোট ১৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে ‘গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ’ (জিআরপি) পুলিশ।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার বিকালে জম্মু থেকে দু’টি দলে ভাগ হয়ে তারা এনজেপি স্টেশনে পৌঁছায়। এরপর তারা অন্য ট্রেন ধরে আসাম যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। সে সময় তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় আসল ঘটনা। এরপর রাতে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই দলটি আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ফিরে যাওয়া পরিকল্পনা করেছিল। ১৩ জনের দলে ৬ শিশু, ২ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্ট’এ মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত ওই ১৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। রোহিঙ্গাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চায় রেল পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর