পশ্চিমবঙ্গে রামপুরহাটের ঘটনায় ভাদু শেখ খুনের রাতে প্রত্যাঘাত হতে পারে, এই আশঙ্কা করে পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে গেলে সরকারের মুখ পুড়ত না। এমনটাই মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রীকে এমন প্রশ্নও করতে শোনা যায়, ‘‘তোমাদের জন্য আমার ফেস লস কেন হবে?’’
মমতার কথায় বুধবার উঠে এসেছে বগটুই থেকে হাঁসখালি প্রসঙ্গ। হাঁসখালির ঘটনায় পুলিশ পদক্ষেপ করতে কেন দেরি করল, তা নিয়েও ভরা প্রশাসনিক বৈঠকে প্রশ্ন করেন তিনি। শুধু তাই নয়, পুলিশের কোনো ‘সোর্স’ নেই বলেও কটাক্ষ করেন। একই সঙ্গে কীভাবে তাড়াতাড়ি খবর পাওয়া যাবে সেই পরামর্শও দিয়েছেন।
তারই মধ্যে বলেন, ‘‘আমি তো শুনলাম মাত্র ২,০০০ টাকায় আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। একজন আরেকজনকে গুলি করে মেরে দিচ্ছে। তা-ও নিজে মারছে না, লোক দিয়ে মারছে। এসব তো আমরা সিনেমায় দেখতাম। এখন এসব বাস্তবে ঘটছে।’’
এর পরেই মমতা পুলিশ, প্রশাসনের কর্তাদের এই ব্যাপারে সতর্ক হতে বলেন- যাতে, অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র ঢুকতে না পারে।
অতীতের মতো বুধবারও মমতা জানান, পুলিশ যেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রং না দেখে। তিনি বলেন, ‘‘আমার কাছে বিভিন্ন চিঠি আসে। তাতে যদি কোনো অভিযোগের উল্লেখ থাকে, এমনকি সেটা যদি তৃণমূলের ব্লক সভাপতির নামেও হয় তাহলেও আমি সঙ্গে সঙ্গে পুলিশকে তদন্তের আগেই অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দিই।’’
পুলিশকে মমতার পরামর্শ, ‘‘মানুষের আস্থা অর্জন করতে হবে। যাতে নির্ভয়ে মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন।’’
মমতা বলেন, ‘‘কাজ করতে গেলে ইগো রাখলে চলবে না। উদাসীন হলে চলবে না।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ