বারবার আবেদন করেও বদলি হতে পারছিলেন না শিক্ষিকা। অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন আড়াইশ কিলোমিটারের বেশি পাড়ি দিতে হয়। এ পরিস্থিতিতে এগিয়ে এলেন কলকাতা হাইকোর্ট। আদালত বলেছেন, ‘অসুস্থ শরীরে এক শিক্ষিকা প্রতিদিন ২৮৪ কিলোমিটার যাতায়াত করছেন চাকরির জন্য। এটা হতে পারে না।’
সেই শিক্ষিকার বদলির আবেদনও মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বর্ধমানের চান্ডিলের বাসিন্দা স্নিগ্ধা দত্ত উলুবেড়িয়ার জয়পুর সুরঙ্গময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে সংস্কৃত পড়ান। বছর কয়েক আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানান, প্রতিদিন এতটা পথ যাতায়াত তার জীবনহানির কারণ হতে পারে। এরপর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অন্তত চারবার বদলির আবেদন জানান। কিন্তু স্কুলের তরফে প্রতিবারই আবেদন নাকচ হয়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাওড়া জেলা হাসপাতালের সুপারকে শিক্ষিকার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। হাওড়া হাসপাতালও একই রকম মত দেয়। সুপারের সেই রিপোর্ট বুধবার আদালতে জমা পড়লে সংশ্লিষ্ট স্কুলকে বিচারপতি ২৯ এপ্রিলের মধ্যে শিক্ষিকার নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শক ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে শিক্ষিকার বাড়ির কাছে পছন্দমতো স্কুলে নিয়োগেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সূত্র : বর্তমান পত্রিকা
বিডি প্রতিদিন/ফারজানা