৯ মে, ২০২২ ২১:৫৪

নোবেল প্রাইজ হারিয়ে যাওয়াটা বড়ই অসম্মানের : মমতা

দীপক দেবনাথ, কলকাতা

নোবেল প্রাইজ হারিয়ে যাওয়াটা বড়ই অসম্মানের : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‌‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ হারিয়ে যাওয়াটা বড়ই অসম্মানের।’ 

সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের তরফে ‘কবি প্রণাম’ নামাঙ্কিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। 

১৮ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়ে যাওয়া এবং তা এখনো উদ্ধার না করতে পারা নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করে মমতা বলেন ‘আজকের কবিগুরুর শুভ জন্মদিনে এখনো আমার দুঃখ হয় যে, কবিগুরুর নোবেল প্রাইজটা আজও উদ্ধার হয়নি। দীর্ঘদিন হয়ে গেছে। এটা বামফ্রন্ট আমলের ঘটনা। সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছিল। সিবিআই সম্ভবত ওই তদন্ত ক্লোজ করে দিয়েছে। সমস্ত প্রমাণ আমি জানি না আদৌ আছে কি না। কিন্তু এটা আমাদের বড় অসম্মান, বড় গায়ে লাগে। এত বড় একটা জিনিস সর্বপ্রথম আমরা পেলাম, আর আমাদের কাছ থেকে সেটা কেউ নিয়ে নিল, কেউ তুলে নিল, কেউ হারিয়ে দিল। এটা আমাদের অনেক বড় অসম্মান। কিন্তু মনে রাখবেন একটা নোবেল প্রাইজ চলে গেলে রবীন্দ্রনাথকে ভোলা যায় না। নোবেল প্রাইজটা উনি আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন। যে সময় তিনি পেয়েছিলেন সেই সময় এবং আজকের সময়ের মধ্যে অনেক তফাৎ আছে।’
 
উল্লেখ্য ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার মৃত্যুর পর সেই নোবেল পুরস্কারটি রাখা ছিল শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সংগ্রহশালাতে। কিন্তু ২০০৪ সালের ২৫ মার্চ চুরি হয়ে যায় ৩৭ মূল্যবান জিনিস, যার মধ্যে অন্যতম নোবেল পদক। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর