দশ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আবারও আদালতে তোলা হচ্ছে ভারতে গ্রেফতার বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে।
তাদেরকে নিয়ে ইতোমধ্যে সল্টলেকের সিজিও কম্প্লেক্স থেকে কলকাতা নগর দায়রা আদালতের দিকে রওনা দিয়েছেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৪ মে পি কে হালদারসহ অভিযুক্তদের আটক করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রথমে তিন দিনের রিমান্ড, এরপর ১০ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার তাদের স্পেশাল সিবিআই আদালতে তোলা হচ্ছে।
অন্যদিকে একই অভিযোগে অভিযুক্ত নারী আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকেও তার দশ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ আদালতে তোলা হচ্ছে।
ইডি সূত্রের খবর, ছয় অভিযুক্তকেই ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হতে পারে।
বিডি প্রতিদিন/কালাম