ভারতের ২৪ বছর বয়সী এক তরুণী নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১১ জুন বিয়ে করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছেন তিনি।
নিজেকে বিয়ে করতে যাওয়া তরুণীর নাম ক্ষমা বিন্দু। তিনি গুজরাটের ভদোদরার বাসিন্দা।
গণমাধ্যমে তিনি জানিয়েছেন, হিন্দু বিবাহ রীতি মেনে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হবে। সাত পাকের প্রথা, সিঁদুর দান পর্ব এমনকি বিয়ে শেষে দুই সপ্তাহের জন্য গোয়ায় মধুচন্দ্রিমাতেও যাবেন তিনি।
বিন্দুর বক্তব্য অনুসারে, তিনি কখনোই বিয়ে করতে চাননি। শুধুমাত্র বিয়ের কনে হতে চেয়েছেন। আর সে কারণে নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।
পেশায় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বিন্দুর অভিমত, নিজের জন্য বাঁচা, নিজেকে অফুরন্ত ভালোবাসার কারণেই এমন বিয়ে।
বিন্দু বলেন, একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু তিনি নিজেকে ভালোবাসেন। আর সে কারণেই নিজেকে বিয়ে করতে চলেছেন। বিয়ে করে তিনি নিজের জন্য কাজ করা, নিজের খেয়াল রাখার অঙ্গীকার নেবেন। তার এই সিদ্ধান্তে মা-বাবার সমর্থন রয়েছে এবং তারা আশীর্বাদ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল