২৯ জানুয়ারি, ২০২৩ ১৯:২৯

পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস

দীপক দেবনাথ, কলকাতা

পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস

পুলিশের গুলিতে আহত হয়েছেন ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাস। ঝারসুগুরা জেলার ব্রজ রাজনগরে গান্ধীচকের কাছে তাকে গুলি করেন পুলিশের এক সহকারী সাব-ইন্সপেক্টর। 

জানা গেছে, রবিবার দুপুরের দিকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন নব দাস। গাড়ি থেকে নামার পরই অভিযুক্ত এএসআই গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়।ওই পুলিশকর্মী অন্তত চার থেকে পাঁচটি গুলি চালায় তাকে লক্ষ্য করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে দ্রুত জারসুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এয়ারলিফটে করে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

অভিযুক্ত এএসআই গান্ধীচক থানায় নিযুক্ত ছিলেন। ঘটনার পরই এলাকার লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধরে ফেলে। তারপর স্থানীয় থানার হাতে তুলে দেয়। তবে ঠিক কি কারণে তিনি মন্ত্রীর উপর গুলি চালালেন তা এখনো পরিষ্কার নয়। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। 

ওই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যায় মন্ত্রীর বুক থেকে রক্ত পড়ছে এবং স্থানীয় মানুষরা তাকে ধরে গাড়ির সামনের আসনে বসানোর চেষ্টা করছেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর