সমালোচনা থেকে তিনি শেখেন, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার পরমা আইল্যান্ডের কাছে মিলনমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬তম কলকাতা বইমেলা।
কয়েক বছর বিধাননগরের পর এবার খাতায় কলমে কলকাতায় ফিরল কলকাতা বইমেলা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান মমতা। তিনি বলেন, ‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নন। আমি সমালোচনা থেকে শিখি।’
এবারের বইমেলার থিম রাষ্ট্র স্পেন। হাজির ছিলেন সেদেশের মন্ত্রী গালভেজ সালভাদোর।
মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, ‘উনি সমালোচনা থেকে শেখেন বলেই বিধানসভার অধিবেশনের মেয়াদ দিন দিন কমছে। যে ক’দিন অধিবেশন হয় তাতেও বিরোধীদের বলতে দেওয়া হয় না। বিনা আলোচনায় একের পর এক বিল পাস হয়ে যায়। উনি নিজেই প্রশ্নপত্র তৈরি করেন, নিজেই পরীক্ষা দেন। তারপর নিজেই খাতা দেখে নিজেকে সেরা ঘোষণা করেন। কোনও প্রশাসনিক সভায় বিরোধী দলের সাংসদ বিধায়কদের ডাকেন না। এমনকি প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানেও বিরোধী বিধায়করা ডাক পাননি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ