৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৩

পার্থের জন্য কারাগারে মনোবিদ নিয়োগ

অনলাইন ডেস্ক

পার্থের জন্য কারাগারে মনোবিদ নিয়োগ

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি

প্রায় সাত মাস জেলবন্দী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে বিচারাধীন বন্দী তিনি। 

ভেবেছিলেন দুর্গাপূজার আগে অন্তত জামিন পাবেন। কিন্তু জামিনে মুক্তির অপেক্ষা দীর্ঘতর হচ্ছে। বাড়ছে বন্দিদশার মেয়াদ। বৈভবের জীবন হাতছাড়া হয়ে এখন আধা অন্ধকার গারদে থাকতে হচ্ছে। 

আর তার জেরে তিনি এখন মানসিকভাবে বিধ্বস্ত। ভেঙে পড়েছেন তিনি। তাই মানসিকভাবে তাকে চাঙ্গা করতে প্রেসিডেন্সি জেলে পূর্ণ সময়ের মনোবিদ নিয়োগ করা হচ্ছে বলে দফতর সূত্র জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, কয়েদিদের মানসিক চিকিৎসায় মনোবিদ রাখা অবশ্য নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু রাজ্যের কোনো জেলেই পূর্ণ সময়ের মনোবিদ নেই। 

এ বিষয়ে কারামন্ত্রী অখিল গিরি বলেন, ‘প্রেসিডেন্সি জেলের পাশাপাশি অন্য সংশোধনাগারে থাকা বন্দিদেরও মানসিক চিকিৎসা করা হবে। মোট আটজন মনোবিদ নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিতে নির্দিষ্ট সাম্মানিকের বিনিময়ে তারা পূর্ণ সময় কাজ করবেন।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর