২৬ মার্চ, ২০২৩ ১৬:৪১

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপিত

কলকাতা প্রতিনিধি

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযথ মর্যাদায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে উদযাপিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার দিনের কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং “মুজিব চিরঞ্জীব” মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস-এর নেতৃত্বে উপ-হাইকমিশনের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপ-হাইকমিশনের সকল কর্মচারি, সোনালী ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা/কর্মচারি বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর