২৪ মে, ২০২৩ ০৯:৩৮

পেট্রোল পাম্পে ২ হাজার রুপি দিয়ে তেল কেনার হিড়িক কলকাতায়

অনলাইন ডেস্ক

পেট্রোল পাম্পে ২ হাজার রুপি দিয়ে তেল কেনার হিড়িক কলকাতায়

সম্প্রতি ২ হাজার রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। সেই ঘোষণার পরই বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে ২ হাজার রুপির নোট দিয়ে তেল কিনতে বেশি দেখা যাচ্ছে। খবর এই সময়টাইমস নাও'র।

নোট বাতিলের সেই ঘোষণায় বলা হয়, ২৩ মে থেকে দেশের যে কোনো ব্যাংকে গিয়ে ২ হাজার রুপির নোট জমা দেওয়া যাবে। এর বদলে অন্য রুপি নেওয়া যাবে। এজন্য কোনো ফরম পূরণ করতে হবে না বা কোনো পরিচয়পত্রের প্রয়োজন হবে না। 

কিন্তু এই নোট বদলানোর বিষয়টি অনেকের কাছেই বেশ ঝামেলার। এ কারণে অনেকেই এখন এই নোট দিয়ে পেট্রোল পাম্পের তেল কিনছেন। কেউ কেউ ২ হাজার রুপির নোট দিয়ে ২০০ বা ৩০০ রুপির তেল কিনছেন। এতে পেট্রোল পাম্পগুলো ভাংতির সমস্যা হলেও সংশ্লিষ্ট পাম্পের কর্মীরা বলছেন, এতে করে তাদের তেল বিক্রি ভালো হচ্ছে। কলকাতার এক পেট্রোল পাম্পের কর্মী বলেন, ২ হাজার রুপি বাতিলের ঘোষণা হওয়ার পর প্রায় সবাই ২ হাজার রুপির নোট নিয়ে আসছে। খুচরার একটু সমস্যা হচ্ছে ঠিকই কিন্তু তেল বিক্রি হচ্ছে বেশ ভালো।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর